বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি?
বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি? বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। বীম(Beam)কে সাধারণত:৫ভাগে ভাগ করা যায়।যতা: ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam) ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam) ৩.ঝুলন্ত বীম(Over hanging beam) ৪.আবদ্ধ বীম(Fixed beam) ৫.ধারাবাহিক বীম(Continuous beam) ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে। ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে। ৩.ঝুলন্ত বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে। ৪.আবদ্ধ বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন