বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি?

বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি? বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। বীম(Beam)কে সাধারণত:৫ভাগে ভাগ করা যায়।যতা: ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam) ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam) ৩.ঝুলন্ত বীম(Over hanging beam) ৪.আবদ্ধ বীম(Fixed beam) ৫.ধারাবাহিক বীম(Continuous beam) ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে। ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে। ৩.ঝুলন্ত বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে। ৪.আবদ্ধ বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে। ৫.ধারাবাহিক বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চাকুরির জন্য দরকারি কিছু প্রশ্নের উওর।