পোস্টগুলি

বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি?

ছবি
বীম(Beam)কি? বীম কত প্রকার ও কি কি? বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। বীম(Beam)কে সাধারণত:৫ভাগে ভাগ করা যায়।যতা: ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam) ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam) ৩.ঝুলন্ত বীম(Over hanging beam) ৪.আবদ্ধ বীম(Fixed beam) ৫.ধারাবাহিক বীম(Continuous beam) ১.সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে। ২.ক্যান্টিলিভার বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে। ৩.ঝুলন্ত বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে। ৪.আবদ্ধ বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ...

বাংলাদেশের প্রথম সরকার গঠন

বাংলাদেশের প্রথম সরকার গঠন ১০April ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয় একে অস্থায়ী বা প্রবাসী সরকার বলা হয়।মেহেরপুরের একটি উপজেলার নাম মুজিবনগর। মুজিবনগরের পূর্বের নাম ছিল বৈদ্যনাথতলা। মুজিবনগরে "স্মৃতিসৌধ" তৈরি করা হয় সরকার গঠনের স্মৃতিতে যার স্থাপতি "তানভির কবির"। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় অস্থায়ী ক্যাম্প ছিল ৮নং থিয়েটার রোড কলকাতা। ★ মুজিবনগর সরকার ★ রাষ্ট্রপতি:শেখ মুজিবুর রহমান উপ-রাষ্ট্রপতি:সৈয়দ নজরুল ইসলাম অর্থমন্ত্রী : মনসুর আলী প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমেদ প্রধানা সেনাপতি : জেনারেল A G Osmani ১৭ April ১৯৭১সালে শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। ১৭ April ঐতিহাসিক মুজিবনগর দিবস।।

চাকুরির জন্য দরকারি কিছু প্রশ্নের উওর।

পৃথিবীর একমাত্র উপগ্রহ  = চাঁদ www.facebook.com পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত = নায়াগ্রা বিশ্বের উচ্চতম জলপ্রপাত = অ্যাঞ্জেলস পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র = ইন্দোনেশিয়া পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণির নাম = হিমালয় পৃথিবীর বৃহত্তম রেলপথ = ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর = সিঙ্গাপুর সমুদ্র বন্দর আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ = ভ্যাটিকান পৃথিবীর শুল্কমুক্ত দেশ = হংকং পৃথিবীর সরু রাষ্ট্র  = চিলি পৃথিবীর সর্ব দক্ষিণের নগরী = পুয়োটো ইউলিয়াম (চিলি) পৃথিবীর সবচেয়ে উওরের নগরী = হ্যামারফাস্ট(নরওয়ে)